Blogger Widgets

শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৩

মানুষের সম্পর্কে অজানাকিছু তথ্যঃ


______ ­___ মানুষের সম্পর্কে অজানাকিছু তথ্যঃ ____________ 
১> পূর্ণ বয়স্ক একজন মানুষের দেহে যে পরিমানচর্বি আছে তা দিয়ে আস্ত একটা কাপড় কাঁচা সাবান ও ৭৬টি মোমবাতি তৈরী করা যাবে। ২> যে পরিমাণ ফসফরাস আছে তা দিয়ে কমপক্ষে ৮০০টি দিয়াশরাই তৈরী করা যাবে। ৩> যে পরিমাণ কার্বন আছে তা দিয়ে প্রায় ৯০০টি পেন্সিল শিষ তৈরীকরা যাবে। 

৪> মানব শরীরে যে পরিমাণ বিদ্যুত্‍ আছে তা দিয়ে ২৫ পাওয়ারের একটি বাল্ব ২৫ মিনিট জ্বালিয়ে রাখা যাবে।
৫> একজন পূর্ণ বয়স্ক মানুষের শরীরে প্রায় ৪৫লিটার পানি থাকে। যা তারা শরীরের ওজনের শতকরা ৬৫ ভাগ। 
৬> মানুষের চোখের পেশীগুলো দিনে অন্ততঃ ১লাখ বার নড়েচড়ে। 
৭> মানুষের শরীরের সমস্ত রক্ত দিনে ৩০ বার শোধিত হয়।
 ৮> মানুষের এক একটি চোখের ওজন প্রায় ১.৫ আউন্স।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
f
Sign up for FREE daily Updates.