যা দিয়ে আপনার কিছু লাভ হবে না তবে এই অ্যাপ্লিকেশানটি আপানার বাড়ির ছোট ছোট কিউট কিউট শিশুদের অনেক কাজে লাগবে । যারা কিনা A,B,C,D শিকছে । আমরা যারা ছোটবেলায় নতুন A,B,C,D শিকছি তখন এত প্রযুক্তি ছিল না । তবে এই প্রযুক্তি নির্ভর করে কোন জিনিস শিকলে অনেক দিন মনে থাকে । আর সে জন্যই আমি আপনাদের জন্য এই অ্যাপ্লিকেশানটি নিয়ে এসেছি । এই অ্যাপ্লিকেশানটি তৈরি করেছেন নারায়নগঞ্জ জেলায় থাকা আহমেদ ভাই( Ahmed Information technology ) । এর মাধ্যমে খুব সহজে উচ্চা রন সহ কারে ইংলিশ বর্ণমালা, কবিতা , সংখ্যা শিখতে পারবে যা বাচচা দের জন্য খুব এ কাজে লাগবে । মনে রাখাবেন যদি প্রযুক্তি নির্ভর করে কোন কিছু শেখা যায় তা অনেক বেশি ভাল এবং অনেক তারাতারি শিকতে পারবে ।
চলুন দেখি কি কি আছে এই অ্যাপ্লিকেশানটিতে
Capital for capital letter (A-Z)
Small letter for small letter (a-z)
Number for (1-10)
Poem for kids
আপনি যদি বন্ধ করতে চান অ্যাপ্লিকেশানটি তবে আপনাকে EXIT বাটন ক্লিক করতে হবে ।
অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
কিংবা নিচের ডাউনলোড লিখা ছবির উপর ক্লিক করুন ।
আজ এ পর্যন্ত ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন