Blogger Widgets

শনিবার, ২২ ডিসেম্বর, ২০১২

এইচ. এম. এল. ইবুক

কেমন আছেন আপনারা? আশাকরি ভাল। আমিও ভাল আছি।শুভ সকাল।
এই সুন্দর সকালে আপনাদের সবাইকে একটা খুশির সংবাদ দিতে ছুটে এলাম।গতকাল রাতে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম মাতৃভাষায় রচিত সবচেয়ে বড় "এইচটিএমএল বাংলা ই-বুক"  ইবুক প্রকাশিত হল।
বইটি আমি নিজেই লিখেছি। বইটি প্রকাশিত হয়েছে  আমাদের ফেসবুক ওয়ার্ডপ্রেস গ্রুপ থেকে।গতকাল রাতে ইবুক টির শুভ উদবোধন করেন আমাদের Liton Arefin ভাই, যিনি কিছু দিন আগে Plugin Development এর উপর আমাদের ইবুক উপহার দিয়েছিলেন। আমি বিশেষভাবে কৃতজ্ঞ ফেসবুক ওয়ার্ডপ্রেস গ্রুপের এডমিন জামিল হোসেন সিজান ভাইয়ের কাছে। উনি আমাকে যথেষ্ট উৎসাহ দিয়েছেন ও নিয়মিত খোঁজখবর নিয়েছেন যার  ফলেই আমি বইটি

লিখে শেষ করতে পেরেছি। জামিল হোসেন সিজান ভাইকে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে ওয়ার্ডপ্রেস গ্রপ বাংলাদেশ - কেও অনেক অনেক ধন্যবাদ তাদের মহৎ কর্মের আমি একজন অংশীদার হতে পেরে।
এইচটিএমএল কি তা নুতন করে  বলার কিছু নেই। তারপরও যারা জানেন না তাদের জন্য বলছি "এইচটিএমএল হল ওয়েব ডিজাইনের মূলভিত্তি যা দিয়ে ওয়েব পেজ তৈরি করা হয়। আপনি যদি একজন দক্ষ ওয়েব ডিজাইনার বা ডেভলপার হতে চান তবে আপনাকে অবশ্যই এইচটিএমএল ভালভাবে জানতে হবে। HTML এর পূর্ণরূপ হল Hyper Text Markup Language তবে এটা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। এইচটিএমএল -কে    Markup Language ও বলা হয়,  যা কতগুলো Markup ট্যাগের সমষ্টি আর এই Markup ট্যাগের  কাজ হল ওয়েব পেজে বিভিন্ন  এলিমেন্ট কিভাবে প্রদর্শন করবে তা নির্দেশ করা। "

আশাকরি ইবুকটি আপনাদের যারা   ওয়েব ডিজাইনার ও ডেভলপার তাদের অবশ্যই কাজে আসবে।ডাউনলোড করার জন্য নিশ্চয় আর তর সইছেনা।আর অপেক্ষা করে না করে
এখানে ক্লিক করে ডাউনলোড করুন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
f
Sign up for FREE daily Updates.