Blogger Widgets

বুধবার, ১২ ডিসেম্বর, ২০১২

বাংলা ভিডিও টিউটরিয়াল ( বাচ্চাদের জন্য ) আজই ডাউনলোড করুন । না করলে মিস করবেন ।

আসসালামুলাইকুম/নমস্কার । আজকে অনেক সুন্দর একটা দিন ( ১২ /১২/১২ )। আশা করি সবাই ভাল আছেন । আমিও ভাল আছি । যতই দিন যাচে প্রযুক্তির উদ্ভাভাবন ততই বাড়ছে । প্রযুক্তির উদ্ভাভাবন দেখে আমরা সবাই বিস্মিত আবার আনন্দিত , কারন এর সুফল আমরা পাচ্ছি । গত পোস্ট এ আমি কিউট বেবিদের ইংলিশ অক্ষর, কবিতা শেখার অ্যাপ্লিকেশান নিয়ে পোস্ট করছিলাম । আজকে আমি কিউট বেবিদের বাংলা শেখার অ্যাপ্লিকেশানটি নিয়ে নিন ।
এই বাংলা অ্যাপ্লিকেশান থেকে খুব সহজে বাচ্চারা বর্ণ , সংখ্যা , স্বরবর্ণ , বাঞ্জনবর্ণ , যুক্তবর্ণ শিকতে পারবে । আর এই অ্যাপ্লিকেশান ওপেন করার সাথে সাথে বাংলাদেশের জাতীয় সংগীত শুরু হয় । তা হলে বাংলাদেশের জাতীয় সংগীতও শেখা যাবে । এই অ্যাপ্লিকেশান এ সব কিছু আছে উচ্চারন সহকারে , যা বাচ্চাদের জন্য খুবই সহজ হবে শিখার জন্য ।

অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর নিচের ছবির মত আসবে এবং তাতে সাথে সাথে  বাংলাদেশের জাতীয় সংগীত  শুরু হয়ে যাবে । সমাপ্ত  জাতীয় সংগীত ( লাল করে দেখানো অংশ ) এখানে ক্লিক করলে বাংলাদেশের জাতীয় সংগীত  বন্ধ হয়ে যাবে ।

এরপর পরের স্ক্রীন এ কিছু বাটন থাকবে , যার মাধ্যমে আপনি কোন অংশটুকু দেখবেন তা নির্বাচন  করতে পারেন ।   আপনি সংখ্যা , স্বরবর্ণ , বাঞ্জনবর্ণ , যুক্তবর্ণ যে টা তে আপনি ক্লিক কবেন তাই ওপেন হবে ।


আমি স্বরবর্ণ পড়াকে ক্লিক করছি ।  ক্লিক করা পর নিচের ছবির মত আসবে ।



এই বার প্লে বাটন এ ক্লিক করুন । তা হলে সব আসবে । একে একে আসবে ।  যদি বন্ধ করতে চান তাহলে সমাপ্তি ( ক্রস )  বাটন এ ক্লিক করতে হবে ।
অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
কিংবা নিচের ডাউনলোড লিখা ছবির উপর ক্লিক করুন ।
Photo of Milford Sound in New Zealand!


1 comments:

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
f
Sign up for FREE daily Updates.