এই বাংলা অ্যাপ্লিকেশান থেকে খুব সহজে বাচ্চারা বর্ণ , সংখ্যা , স্বরবর্ণ , বাঞ্জনবর্ণ , যুক্তবর্ণ শিকতে পারবে । আর এই অ্যাপ্লিকেশান ওপেন করার সাথে সাথে বাংলাদেশের জাতীয় সংগীত শুরু হয় । তা হলে বাংলাদেশের জাতীয় সংগীতও শেখা যাবে । এই অ্যাপ্লিকেশান এ সব কিছু আছে উচ্চারন সহকারে , যা বাচ্চাদের জন্য খুবই সহজ হবে শিখার জন্য ।
অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর নিচের ছবির মত আসবে এবং তাতে সাথে সাথে বাংলাদেশের জাতীয় সংগীত শুরু হয়ে যাবে । সমাপ্ত জাতীয় সংগীত ( লাল করে দেখানো অংশ ) এখানে ক্লিক করলে বাংলাদেশের জাতীয় সংগীত বন্ধ হয়ে যাবে ।
এরপর পরের স্ক্রীন এ কিছু বাটন থাকবে , যার মাধ্যমে আপনি কোন অংশটুকু দেখবেন তা নির্বাচন করতে পারেন । আপনি সংখ্যা , স্বরবর্ণ , বাঞ্জনবর্ণ , যুক্তবর্ণ যে টা তে আপনি ক্লিক কবেন তাই ওপেন হবে ।
আমি স্বরবর্ণ পড়াকে ক্লিক করছি । ক্লিক করা পর নিচের ছবির মত আসবে ।
এই বার প্লে বাটন এ ক্লিক করুন । তা হলে সব আসবে । একে একে আসবে । যদি বন্ধ করতে চান তাহলে সমাপ্তি ( ক্রস ) বাটন এ ক্লিক করতে হবে ।
অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
কিংবা নিচের ডাউনলোড লিখা ছবির উপর ক্লিক করুন ।
abcd
উত্তরমুছুন