৪> মানব শরীরে যে পরিমাণ বিদ্যুত্ আছে তা দিয়ে ২৫ পাওয়ারের একটি বাল্ব ২৫ মিনিট জ্বালিয়ে রাখা যাবে।
৫> একজন পূর্ণ বয়স্ক মানুষের শরীরে প্রায় ৪৫লিটার পানি থাকে। যা তারা শরীরের ওজনের শতকরা ৬৫ ভাগ।
৬> মানুষের চোখের পেশীগুলো দিনে অন্ততঃ ১লাখ বার নড়েচড়ে।
৭> মানুষের শরীরের সমস্ত রক্ত দিনে ৩০ বার শোধিত হয়।
৮> মানুষের এক একটি চোখের ওজন প্রায় ১.৫ আউন্স।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন